Topic: তীব্র প্রতিবাদ!!!
এ রকম বিজ্ঞপ্তি না দিলেই কি নয়? এ গুলো কি? একটি শিক্ষ্যাপ্রতিষ্টানের ফোরামে।
সাধারন সদস্য হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ রকম বিজ্ঞপ্তি দৃষ্টি কটু। মডু, এডু যেন এদিকে সু-দৃষ্টি নিক্ষেপ করেন।
আমার একান্ত মন্তব্য: একটা ফোরাম চালানো জন্য এমন কোন রাজবাদশাহর ধন ধ্বংস হয় না, যে বিজ্ঞপ্তির মাধ্যমে টাকা ইনকাম করা লাগে। একটা ফোরাম চালানোর জন্য একজন এর সৎ ইচ্ছাই যথেষ্ট। অনেক বহুত ফোরাম আছে যা খুবই জনপ্রিয় কিন্তু তারা কোন প্রকার বিজ্ঞপ্তি দিচ্ছে না। গোটা কয়েক হৃদয়বান লোক তা চালনা করে যাচ্ছে।
তাহলে আপনাদের অবস্থা কেন এমন। বিজ্ঞপ্তি যদি দিতেই হয় ভালো কোন বিজ্ঞপ্তি দেন অথবা বিজ্ঞপ্তি বাদ দিয়ে দেন।
আমি বাদ দেবার পক্ষে।
এগুলো আমার একান্তই মতামত। আপনারা আপনাদের ফোরাম কেমন করে সাজাবেন তা একান্তই আপনাদের।

এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!